মতলুব আলী'র গান

           ৩৪
লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়
শোষিত মানুষের একতার জয়

রাখবো না রাখবো না শোষণের চিহ্ন
রাখবো না রাখবো না কলুষতা দৈন্য
থাকবে না দারিদ্র্য দীনতার ভয় [না]
জয় নিপীড়িত মানবের জয়

মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে
যারা করে জীবনের পথ অবরুদ্ধ
অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে
ভাঙি তার শোষণের মহলটা সুদ্ধ।

মেহনতি জনতার ঐক্যে
আমরা এগিয়ে যাই লক্ষ্যে
ক্ষমতার দম্ভের তাই পরাজয় [আজ]
জয় মানবতা সাম্যের জয়

রচনাকাল: ১৯৭১
পর্যায়: মাতৃভাষা, ৩৪।
সুরকার: শেখ লুৎফর রহমান।


গ্রন্থসূত্র: জয় জয় শোষিত জনতার জয় । মতলুব আলী। আলী মনোয়ার সম্পাদিত। ২১শে ফেব্রুয়ারি ১৯৭৩।