মতলুব আলী'র গান
৪
অ আ ক খ লিখ্বো,
লেখাপড়া শিখ্বো,
অবহেলা করবো না ভাই,
হেলাফেলা করবো না—
অবহেলা করবো না॥
হাস্বো খেল্বো নাচ্বো রে,
জগৎটাকে দেখ্বো রে,
আলোর কুসুম হয়ে ফুট্বো রে ভাই,
অন্ধ হয়ে রইবো না—
অবহেলা করবো না॥
মিলেমিশে থাকবো ও-ভাই,
সবার কথা ভাব্বো—
সবাই মিলে গাইবো ও-ভাই,
সবাই কাজে নাব্বো।
সোনার দেশ গড়বো রে,
বিপদ-বাধায় লড়বো রে,
আমরা মায়ের ঋণ শুধ্বো রে ভাই
পিছুটান হট্বো না—
অবহেলা করবো না॥
রচনাকাল: ১৯৭৬
পর্যায়: মাতৃভাষা, ৪।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।