মতলুব আলী'র গান
৫
মাকে যখন ডাক্তে গেলাম 'মা'—
হায় মা আমার সে ডাক্ শোনে না।
শুন্বেই বা কেমন ক'রে,
কণ্ঠ যে রোধ, মুখের ভাষা মুখেই থেকে
যায়—
(হায়) হায়রে মাকে ডাক্তে পারি না॥
বুকের ভাষা মনের কথা,
শত ভায়ের প্রাণের ব্যথা,
জম্তে জম্তে পাহাড় হয়ে—
প্রকাণ্ড এক শব্দ ক'রে,
ভীষণ সে ক্রোধ-আগুন জ্বেলে, ডাকি আমায়
মায়—
(মা) চুপ ক'রে আর থাকতে পারি না॥
(একক) সে ডাক শুনে মা কন্: 'বাছা আয়' ('বুকে আয়')
(কোরাস) হায় সে স্মৃতি: ভুল্তে পারি না॥
রচনাকাল: ১৯৭৬
পর্যায়: মাতৃভাষা, ৫।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।