মতলুব আলী'র গান
৬
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার দেশ,
সুখ-সম্পদ-ভালোবাসা [আমার বাংলাদেশ]—
সোনার বাংলাদেশ;
(ভাইরে) সকল কথার গোড়ায় দেখি,
একুশে নামের রেশ—
অমর একুশ বাংলাদেশের উৎস ও প্রেরণা॥
ফি-বছরে একুশ আসে, একুশে ফেব্রুয়ারি
(আমরা) বায়ান্নোর সেই রক্তঝরা দিনকে স্মরণ করি:
সেদিন ঢাকার রাজপথে, গণতন্ত্রের দাবি,
উপনিবেশ-শোষক হ'তে, মুক্ত হবার দাবি,
(ভাইরে) ফাগুনের লাল আগুন সে কি,
রাঙায় গোটা দেশ!
সেই আগুনের প্রখর জ্যোতি, পথের নিশানা॥
একুশ আমার সত্তা ও ভাই, একুশ আমার বেদনা—
একুশ আমার জীবন-মরণ, একুশ আমার চেতনা।
বাংলা হলো রাষ্ট্রভাষা, পেলাম মাটি ফিরে—
বিদেশী-ভূত সর্বনাশা, হট্লো ধীরে ধীরে;
[ও-সেই] আলোর মশাল জ্বালিয়ে রাখি
একুশে আমার বেশ—
বাঙালী-বুকের শপথ একুশ, আমার ঠিকানা॥
রচনাকাল: ১৯৭৭
পর্যায়: মাতৃভাষা, ৬।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।