মতলুব আলী'র গান

                    ৭
        আজ     পলাশ     ফোটার দিন,
        লাল     পলাশ      ফোটার দিন

        আজ     সূর্য         ওঠার দিন,
        লাল     সূর্য         ওঠার দিন

        এ দিন     ঘুম     ভাঙার
            আ হা হা হা হা
        এ দিন     মন     রাঙার
            আ হা হা হা হা
আজ  সজীবতার মুকুলদেরই
        ধুলোয় লোটার দিন

‌‌        আজ     রক্ত ঝরার দিন

        আজ     অমর শহীদ ভায়ের স্মৃতি
        স্মরণ     করার দিন।

        এ দিন ফাল্‌গুনের
            আ হা হা হা হা
        এ দিন লাল-গুণের
            আ হা হা হা হা
আজ   সফলতার প্রথম সিঁড়ি,
        সাম্‌নে ছোটার দিন।।

রচনাকাল: ১৯৭৬
পর্যায়: মাতৃভাষা, ৭।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।