মতলুব আলী'র গান

                    ৮
অজগর রয়     ঘাপ্‌টি মেরে,
আমলাতন্ত্র     আসর ভরে
ইটের পাঁচিল     উঁচু হচ্ছে,
ঈষাণ কোণে     মেঘ জম্‌ছে,
উদাম গা         ভাত জোটে না

ঊর্ণনাভের       ষোলো আনা


একুশ-একাত্তরের স্বপ্ন,
            তাই ব'লে কি বৃথাই যাবে?
ঐ অজগর সর্বনাশা

            আগের মতোই গিলে খাবে?

ও মা, তোমার বীর সন্তান

            করবে মরণ-পণ আবার;
"ঔদার্যের বদলে মা
            হান্‌বো মরণ-বাণ এবার"

রচনাকাল: ১৯৮২
পর্যায়: মাতৃভাষা, ৮।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।