মতলুব আলী'র গান
৮
দিগন্তে ফুটন্ত লাল গোলাপ আকাশ—
অরুণিমা ইঙ্গিতে মুখর পলাশ॥
প্রান্তরে সবুজের হাতছানি,
অঙ্গনে মুক্ত বিহঙ্গ ডাকে—
গানে গানে বসন্ত-দিন বারো মাস॥
অন্তরে উজ্জ্বল দিন হাসে,
স্পন্দনে দীপ্ত সংলাপ জাগে—
প্রাণে প্রাণে শহীদের স্বপ্ন-আভাস॥
রচনাকাল: ১৯৮৩
পর্যায়: মাতৃভাষা, ৯।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।