রামনিধি গুপ্ত (নিধুবাবু)-এর গান
নিধুবাবুর জীবনী

                    
         ভৈরব॥ জলদ তেতালা ॥

দেখ না সই, প্রভাতে অরুণ সহ উদয় শশী।
গেল বিভাবরী, কাতর চকোরী,
এখন শশীরে পেয়ে রহিল উপোষী॥
            প্রফুল্ল নীরে কমল,
            মলিন হৃদি কমল
            সময়ের গুণ,
            কি কব এখন।
মিলনে অধীক দুঃখ হইল প্রিয়সী ॥১॥

গ্রন্থভুক্তি:
১. নিধুবাবু ও তাঁর টপ্পা। গান-২। রমাকান্ত সম্পাদিত। (বইমেলা, ২০০১)।
২. বাঙালির গান। গান-২।  দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১ সংস্করণ।

পাঠভেদ:

সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
রাগ: ভৈরব। তাল: ঢিমে তেতালা     :[নিধুবাবু ও তাঁর টপ্পা]
রাগ: ভৈরবী। তাল: জলদতেতালা    :[বাঙালির গান ]