রামনিধি গুপ্ত (নিধুবাবু)-এর
গান
নিধুবাবুর জীবনী
৩
ভৈরব॥ জলদ তেতালা ॥
উদয় অরুণ মলিন হৃদয় কমল।
ভাবিতে শশিরে নিশি শশী সনে গেল॥
বিভাবরী পোহাইল,
অনেক হরিষ হল।
অমার হতেছে বোধ দিনমনি কাল ॥১॥
গ্রন্থভুক্তি:
১. নিধুবাবু ও তাঁর টপ্পা। গান-৩। রমাকান্ত সম্পাদিত। (বইমেলা, ২০০১)।
২. বাঙালির গান। গান-২। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা
আকাদেমি। এপ্রিল ২০০১ সংস্করণ।
পাঠভেদ:
উদয় অরুণ মলিন হৃদয় কমল।
:[নিধুবাবু ও তাঁর টপ্পা]
উদয় অরুণ মলিন হৃদয় কমল।
:[বাঙালির গান ]
কমল বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
:[নিধুবাবু ও তাঁর টপ্পা]
কমল-বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
:[বাঙালির গান ]
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
রাগ: ভৈরব। তাল: ঢিমে তেতালা :[নিধুবাবু ও তাঁর
টপ্পা]
রাগ: ভৈরবী। তাল: জলদতেতালা :[বাঙালির গান ]