গীত রত্ন

     

                ৭
ভৈরব জলদ তেতালা
যুগল খঞ্জন হেরি বদন কমলে। (প্রাণ)
ভূপতি না হয়ে প্রাণ যাইছে বিফলে
সবেধন মন ছিল, হেরিয়া তা হারাইল।
লাভ তো হইল ভাল, গেল বিনি মূলে