গীত রত্ন

     

               ৮
       ভৈরব জলদ তেতালা
তোমার সাধনা করি সাধনা পূরিল।
মনের যে সাধ তাহা মনেতে রহিল
        তোমা বিনা কোন জন,
         তুষিবে আমার মন।
জানিয়া না কর তুমি বিষম হইল