শ্রীনির্মলচন্দ্র বড়ালের গান
১
সিন্ধু-খাম্বাজ । তেওরা
নিভৃত অন্তরে আছ দেবালয়,
সেথা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়।
সেথা যে দেবতা জাগেন একা, তাঁরি পায় নমি আয়, নমি আয়॥
সুখের লাগিয়ে মরিস রে ঘুরে, সুখ-আশে বৃথা যাস দূরে দূরে,
ব্যথা পেয়ে শেষে আঁখি দুটি ঝুরে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়॥
শূন্য ডালি তোর সাজা' প্রীতি ফুলে, হৃদয়-দুয়ার দে রে তুই খুলে,
মরমেরি মূলে চা' রে আখি তুলে, তুচ্ছ সুখ দুখ সকলি ভুলে;
গভীর শান্তি নামিবে প্রাণে, ভরিবে হৃদয় কসুমে গানে,
বাজিবে বীণা মধুর তানে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়॥
গ্রন্থভুক্তি
১.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
সপ্তম খণ্ড, ১৬ সংখ্যক
গান ।
[সাধারণ ব্রাহ্মসমাজ (১১
মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
শ্রীনির্মলচন্দ্র
বড়াল কৃত
স্বরলিপি, 'ভোরের পাখী' গ্রন্থ ও পাণ্ডুলিপি।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: শ্রীনির্মলচন্দ্র বড়াল
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
সিন্ধু-খাম্বাজ
তাল: তেওরা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: র্সা