নির্মলচন্দ্র বড়ালের গান
৩
ভৈরবী। তেওড়া
"অসতো মা সদ্গময়"
অসতেতে মন সদা নিমগন, সত্যেতে নিয়ে যাও
মোহ কালিমায় মাখা অনুখন, জ্যোতিতে ডুবাও।
মরণের মাঝে বাঁধিয়াছি ঘর, অমৃত তোমারে করিয়াছি পর
এ মরণ হতে বাঁচাও আমায়, অমৃত পিয়াও—
প্রকাশো আমার অন্তরে নাথ—
রুদ্র তোমার দখিন মুখে সব ভীতি ঘুচাও॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরবী
তাল: তেওড়া
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: সা