নির্মলচন্দ্র বড়ালের গান
৪
ভূপকল্যাণ। দাদ্রা
কর যোড়ে মোরা চাহি ভগবান, শক্তি দাও।
হৃদয়ে ও দেহে শক্তি দাও, অন্তরে চিরভক্তি দাও।
জ্ঞানের আলোকে ঘুচাও আঁধার, প্রেমের আলোকে ছাও চারিধার
সকল রকম বন্ধন হতে মুক্তি দাও।
নির্ম্মল হব, উজ্জ্বল হব, শক্তি দাও।
বিশ্ববাসীরে করব আপন, শক্তি দাও,
বিশ্ব-মাঝারে তোমায় হেরিব, ভক্তি দাও।
ঢালি দিব প্রাণ কল্যাণ-কাজে, ফিরিব বিশ্বে বিজয়ীর সাজে,
অসত্য যাহা দলিব দু পায়ে, শক্তি দাও
জীবন মরণে ও-চরণে অনুরক্তি দাও॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ৪র্থ গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভূপকল্যাণ
তাল: দাদ্রা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: সা