নিরূপমা দেবীর গান
১
হাম্বির। দাদ্রা
আমায় তুমি হাজার রূপে দেখছ বারে বার
সুখের মাঝে দুখের মাঝে গভীর অশ্রুধারে।
এখনো কি দেখার বাকী এখনো সাধ মিটল না কি ?
নূতন করে দেখবে কি নাথ আমার বেদনারে ?
এই আমারি দেহের মাঝে এই আমারি মন
তোমার চোখে দেখায় সে কি শোভায় অতুলন ?
তোমার চোখের দৃষ্টি নিয়ে, আমার মনের সুধা পিয়ে
এই আমারি জীবন খানি ভরবে সুধা ভারে ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ২য় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
হাম্বির
তাল: দাদ্রা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: পা