নন্দলাল বন্দ্যোপাধ্যায়-এর গান
২
মূলতান। ত্রিতাল
এই কি তুমি মম প্রাণ-আধার।
পূজি তোমারে দিয়ে প্রীতি উপহার॥
তুমি কি হৃদি কন্দরে, এই শ্রীমন্দিরে,
কেন প্রাণ উথলে আনন্দে অপার॥
তুমি কি রসনামূলে, নইলে কেন হরি বলে
কেন ভাসে নয়নজলে উদাস প্রাণ আমার।
কেন হৃদয়ে শোণিত ছুটে, মুখে নাহি কথা ফুটে
ভব বন্ধন টুটে পরশে তোমার॥
আঁখি অমিলিত করি বসি যোগাসনোপরি
তোমারে নাথ ধ্যন করি একান্তে এবার।
আমাতে খেলিছ তুমি, তোমাতে মগন আমি
আমি তুমি, তুমি আমি, হয়ে একাকার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৫ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: সত্যভূষণ গুপ্ত
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
মূলতান
তাল: ত্রিতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর : মপা