পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের সংকলন
৫
আলো জ্বালতে যে ভয় করে এই ঘরে
অন্ধকারে আলো লেগে যদি পুরোনো দুঃখ চোখে পড়ে
আলো জ্বালতে যে ভয় করে এই ঘরে ॥
আজকেও ব্যথা নিয়ে, বেশ আছি ভুলে গিয়ে
বুকের কান্না আজ বুকেই থাক না
কি হবে দুচোখে তাকে ধরে॥
বেশ আছি স্বপ্ন দেখছি
কাগজের ফুলে গান গায় মৌমাছি
বেশ আছি স্বপ্ন দেখছি ।
আজ কি এ ভুল ভেঙে স্মৃতিকে ফিরিয়ে এনে
তোমায় ভুলবো বলে আমি যে অনেক
সাধনা করেছি প্রাণ ভরে॥
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়।
সুরকার: মান্নাদে
রচনাকাল: ১৯৯৯
শিল্পী: মান্না দে [শ্রবণ নমুনা]