পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের সংকলন
৬
আগুন আগুন আগুন
লেগেছে লেগেছে লেগেছে .....আগুন
ওম তা না না না
আয় তোরা দেখে যা না জ্বলছে জ্বলছে দেখ
সব পরীদের ডানা প্রচণ্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ
জ্বলে পুড়ে যা
জ্বলে পুড়ে যা
জ্বলে যাক পুড়ে যা
জ্বলে যাক পুড়ে যাক
জ্বলে পুড়ে যা,পুরে যা পুরে যা পুরে যা,
জ্বলে পুড়ে যা
দাও দাও দাও জ্বেলে দুরন্ত বহ্নি
ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্বী
জ্বলদে —
ওরে জ্বলদে
দমকল দমকল যতোই চেঁচাও না
দুচোখের জল কল যতো খুলে দাওনা
ওগো রূপসী রম্ভা উর্বশী
কর যা খুশী কিছুতে নিভবে না
না
না-না জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা
নবনীতা
—
মাথা মোটা
পার্বতী —
মেদবতী —
আলোরিনা
শ্রীহীনা—
মাধবিকা —
পুরো বোকা
নাদের তিকা ধুম ধানা, ওরে তাল গানা,
চোখ তুলে চানা দেখ ভেলকি খানা ধারাত ধা তা....
অনুরাধা —
বোকা হাদা
জ্বলে পুরে যাক, জ্বলে পুড়ে যাক,জ্বলে পুড়ে যাক
জ্বলে পুরে যা ॥
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
শিল্পী: মান্না দে
[শ্রবণ
নমুনা]
সুরকার:
গীতিকার: রচনাকাল:
চলচ্চিত্রের নাম: বসন্ত বিলাপ (১৯৭৩ খ্রিষ্টাব্দ)
সংগীত পরিচালক: সুদীন দাশগুপ্ত