পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়ের গান
১
মিশ্র সিন্ধু। একতাল
শিবসুন্দর-চরণে মন মগ্ন হয়ে রও রে॥
ভজ রে আনন্দময়ে সব যন্ত্রনা এড়াও রে,
বিভু-পাদপদ্ম-সুধাহ্রদে ডুবে প্রাণ জুড়াও রে॥
শুদ্ধ সত্য হিরন্ময় মানসপটে তাঁরে
নিরখিয়ে সচেতনে পূর্ণকাম হও রে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১৯তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র সিন্ধু
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
গ্রহস্বর: সা