পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়ের গান
২
পিলু বারোঁয়া । ঝাঁপতাল
জীবন-বল্লভ তুমি, দীনশরণ,
প্রাণের প্রাণ তুমি, প্রাণ-রমণ॥
সদানন্দ শিব তুমি, শঙ্কর শোভন,
সুন্দর যোগিজন-চিত-বিমোহন॥
ভবার্ণব পার হেতু তুমি হে কাণ্ডারী,
দুর্দম পাপ-তাপ-শোক-ভয়হারী॥
তুমি নাথ প্রাণ মোর, তুমি আমার প্রাণ,
তুমি হে দয়ার ঠাকুর, করুণা-নিধান॥
তোমার প্রসাদে প্রভো, এ জীবন ধরি,
জয় জয় কৃপাময়, মহিমা তোমার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৫তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুরমা সেন-এর সৌজন্যে গানটি পাওয়া গেছে
সুরকার :
স্বরলিপিকার :
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: পিলু বারোয়াঁ
তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: প্