পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়ের গান

 

                   

                মিশ্র বিভাস । একতাল 

 

প্রাণ-সখা হে, আমার হৃদয়-মাঝে দাও দরশন।

সফল করি, হে নাথ, হেরি তোমার জীবন

মোহ-কোলাহলে,    থাকি যে তোমায় ভুলে,

জানিতে পারি না প্রভো, তুমি কি পরম ধন

যদি আজ কৃপা ক'রে    তৃষিত করিলে মোরে,

দেখিবারে অনুপম রূপ ভুবনমোহন।

দাও তবে জ্ঞান আঁখি,    দেখি হে তোমায় দেখি,

মোহাঁধার হই হে পার, পাই হে নবজীবন

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৬তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
অতুলচন্দ্র সরকারেরর সৌজন্যে সুরটি পাওয়া গেছে।
 

সুরকার :

স্বরলিপিকার :
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র বিভাস

তালএকতাল 

পর্যায়:
লয়:

গ্রহস্বর: সা