১
ইমন । তেওট
ভাব সেই একে, জলে স্থলে শূন্যে যে সমান ভাবে থাকে।
যে রচিল এ সংসার, আদি অন্ত নাহি যাঁর,
সে জানে সকল, কেহ নাহি জানে তাঁকে।
তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং, তং দেবতানাং পরমঞ্চ দৈবতং,
পতিং পতিনাং পরমং পরস্তাৎ, বিদাম দেবং ভুবনেশমিড্যং।
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ৪র্থ গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।
সুরকার: ।
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ইমন।
তাল:
তেওট
অঙ্গ: ধ্রুপদাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: পপা