১০
এ কি ভুলো মনঃ। দেখিবারে চাহ যারে দেখে না নয়ন।
আকাশ বিশ্বেরে ঘেরে, যে ব্যাপিল আকাশেরে,
আকাশের মাঝে তারে আনা এ কেমন।
চন্দ্র সূর্য গ্রহ যত, যে চালায় অবিরত, তারে দোলাইতে
কত, করহ যতন। পশু পক্ষী জলচরে, যে আহার দেয়
নরে, চাহ সেই পরাৎপরে, করাতে ভোজন।॥
গ্রন্থভুক্তি
১.
প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।
সুরকার: ।
স্বরলিপিকার:
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী