রামমোহন রায়ের গান

               
              ১২


নিরঞ্জনের নিরুপণ, কিসে হবে বল মন।
সে অতীত ত্রৈগুণ্য।
ন ষণ্ড পুমান্ শক্তি, সে অগম্য বুদ্ধি যুক্তি,
অতিক্রান্ত ভূত পঙ্‌ক্তি, সমাধান শূন্য।
কেহ হস্ত পদ দেয়, কেহ বলে জ্যোতির্ময়, কেহ বা
আকাশ কয়, কেহ কহে জন্য। সে সব কল্পনা মাত্র, বার
বার কহে শাস্ত্র, এক সভ্য বিনা অত্র, অন্য নহে মান্য


গ্রন্থভুক্তি

১.

প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।

 

সুরকার:

স্বরলিপিকার:

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী