রামমোহন রায়ের গান

               
                  ১৩

            বেহাগ-আড়াঠেকা

       মন এ কী ভ্রান্তি তোমার।
    আবাহন বিসর্জন বলো করো কার।
যে বিভু সর্ব্বত্র থাকে,     ইহাগচ্ছ বল তাকে,
    তুমি কিবা আনো কাকো, এ কী চমৎকার।
অনন্ত জগদাধারে,     আসন প্রদান কর‌্যে,
    'ইহা তিষ্ঠ' বল তারে
একী অবিচার
দেখি এ কী অসম্ভব,     বিবিধ নৈবেদ্য সব,
    তারে দিয়া কর স্তব, এ বিশ্ব যাঁহার


গ্রন্থভুক্তি

১. বাঙালির গান। ২৩ সংখ্যক গান। [দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত, এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ]

প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।

 

সুরকার:

স্বরলিপিকার:

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী

রাগ: বেহাগ
তাল: আড়াঠেকা
অঙ্গ: টপ্পাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত