রামমোহন রায়ের গান

                   ১৪

          গৌড়মল্লার। কাওয়ালী

 

কেন সৃজন লয় কারণে ভজ না। র'বেনা সংসার অনল দহন যাতনা ॥

দেখ দেখ সাবধান, ধন জন অভিমান কূপেতে পতিত হ'য়ে ম'জনা।

নিশ্বাস হতেছে শেষ্, বাড়িল অশেষ ক্লেশ্, এখনো চেতন হলো না ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ৫ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
গৌড়মল্লার

তাল: কাওয়ালী

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: সা