রামমোহন রায়ের  গান

                   ১৫

          বেহাগ । আড়াঠেকা

 

তাঁরে দূর জানি ভ্রম সংসার সঙ্কটে।

আছে বিভু তোমা হতে তোমার নিকট ॥

তুমি কেন নিরন্তর, থাক তাঁহাতে অন্তর।

ভাব সেই পরাৎপর, নিত্য অকপটে ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ৮ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
বেহাগ

তাল: আড়াঠেকা

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: গা