রাজা রামমোহন রায়ের  গান

                  ১৬

          ললিত। একতাল

বচন অতীত যাহা কয়ে কি বুঝান যায়।

আকাশ যাঁহার নাম, সাদৃশ্য দিব কোথায়।

দেশ কাল উভে জিনি বিস্তারের রাজ্য যিনি।

বাক্য কি বলিবে তাঁরে মন যাঁরে নাহি পায়।

যদ্যপি চাহ জানিতে, দৃঢ় ভাব করি চিত্তে চিন্তহ তাঁহার।

পাইবে যথার্থ জ্ঞান, নাশিবেক মিথ্যা ভান।

        নাহি আর অন্য উপায়

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১৬  সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
ললিত

তাল: একতাল

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: