রামমোহন রায়ের গান

               
                ২
    বাগেশ্রী। আড়াঠেকা

কী স্বদেশে কী বিদেশে যথায় তথায় থাকি,
তোমার রচনা-মধ্যে তোমাকে দেখিয়া ডাকি
দেশভেদে কালভেদে রচনা অসীমা;
প্রতিক্ষণে সাক্ষ্য দেয় তোমার মহিমা;
তোমার প্রভাব দেখি না থাকি একাকী      


গ্রন্থভুক্তি

১. শতগান,  ৮৬ সংখ্যক গান, বেহাগ-আড়খেমটা (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ২৮৯-২৯০।

২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২য় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]

 
প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: অজ্ঞাত । হিন্দুস্থানী সুরে রচিত ।

স্বরলিপিকার: সরলাদেবী [
শতগান,  ১৩০৭ বঙ্গাব্দ)]

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: বাগেশ্রী।

তাল: আড়াঠেকা
অঙ্গ: টপ্পাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

গ্রহস্বর: মা