৩
বাগেশ্রী। একতাল
স্মর পরমেশ্বরে অনাদি কারণে।
বিবেক বৈরাগ্য দুই সহায় সাধনে॥
বিষয়ের দুখ নানা, বিষয়ীর উপাসনা,
ত্যজ মন এ যন্ত্রণা, সত্য ভাব মনে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড,
১ম গান [সাধারণ
ব্রাহ্মসমাজ (পৌষ
১৩৯৮ বঙ্গাব্দ)]
২.
বাঙালির গান। ২৪ সংখ্যক গান। বাগেশ্রী-আড়াঠেকা [দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত, এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
রামমোহন রায়
সুরকার:
স্বরলিপিকার: কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: বাগেশ্রী।
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্যলয়
গ্রহস্বর: সসা