রামমোহন রায়ের গান

               
                ৪

        বেহাগ। ত্রিতাল

নিত্য নিরঞ্জন, নিখিল কারণ, বিভু বিশ্বনিকেতন।
বিকার-বিহীন, কাম ক্রেধ হীন, নির্বিশেষ সনাতন

অনাদি অক্ষর, পূর্ণ পরাত্পর, অন্তরাত্মা অগোচর।
সর্বশক্তিমান, সর্বত্র সমান, ব্যাপ্ত সর্বচরাচর
অনন্ত অব্যয়, অশোক অভয়, একমাত্র নিরাময়।
উপমা রহিত, সর্বজন হিত, ধ্রুব সত্য সর্বাশ্রয়
সর্বজ্ঞ নিষ্কল, বিশুদ্ধ নিশ্চল, পরব্রহ্ম স্বপ্রকাশ।
অপার মহিমা, অচিন্ত্য অসীমা, সর্বসাক্ষী অবিনাশ
নক্ষত্র তপন, চন্দ্রমা পবন, ভ্রমেন নিয়মে যাঁর।
জলবিন্দু পরি, শিল্পকার্য্য করি, দেশ রূপ চমৎকার
পশু পক্ষী নানা, জন্তু অগণনা, যাঁহার রচনা হয়।
স্থাবর জঙ্গম, যথা যে নিয়ম, সেই রূপে সব রয়
আহার উদরে, দেন সবাকারে, জীবের জীবন দাতা।
রসরক্ত স্থানে, দুগ্ধ দেন স্তনে, পানহেতু বিশ্বপাতা
জন্ম স্থিতি ভঙ্গ, সংসার প্রসঙ্গ, হয় যাঁর নিয়মেতে।
সেই পরাত্পর, তাঁরে নিরন্তর, ভাব মনে বিধি মতে

 


গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, তৃতীয় গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ]

প্রাসঙ্গিক বিষয়:
ব্রহ্মসঙ্গীত স্বরলিপিতে গৃহীত গানের সুর সংগ্রহে সহায়তা করেছিলেন পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়।

 

সুরকার:

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: বেহাগ।

তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়:

গ্রহস্বর: