৬
রামকেলী। আড়াঠেকা
মনে করো শেষের দিন সে ভয়ঙ্কর;
অন্যে বাক্য কবে, কিন্তু তুমি রবে
নিরুত্তর॥
যার প্রতি যত মায়া, কিবা পুত্র, কিবা জায়া,
তার মুখ চেয়ে তত হইবে কাতর॥
গৃহে হায় হায় শব্দ, সম্মুখে স্বজন স্তব্ধ,
দৃষ্টিহীন, নাড়ী ক্ষীণ, হিমকলেবর।
অতএব সাবধান, ত্যজ দম্ভ অভিমান,
বৈরাগ্য অভ্যাস কর, সত্যেতে নির্ভর॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৬ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. বাঙালির গান। ১২ সংখ্যক গান। [দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত, এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙালীচরণ সেন
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: রামকেলী। তাল: আড়াঠেকা। [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
রাগ: রামকেলী। তাল: আড়াঠেকা। [বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত, এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ]
অঙ্গ: টপ্পাঙ্গ।
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর:
মা