৮
কালাংড়া-আড়াঠেকা
মন যারে নাহি পায় নয়নে কেমনে পাবে।
সে অতীত গুণত্রয়, ইন্দ্রিয়বিষয় নয়,
যাহার বর্ণনে রয়, শ্রুতি মনস্তাপে॥
ইচ্ছা মাত্র করিল যে বিশ্বের প্রকাশ,
ইচ্ছামতে রাখে ইচ্ছামতে করে নাশ,
সেই সত্য আর অসার এ ভবে ॥
গ্রন্থভুক্তি
১.
বাঙালির গান। ১৪ সংখ্যক গান। [দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত, এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ]
প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।
সুরকার: ।
স্বরলিপিকার:
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: কালাংড়া
তাল: আড়াঠেকা
অঙ্গ: টপ্পাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত