রামপ্রসাদী গান


অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী গান-৯
অন্নপূর্ণার ধন্য কাশী। গান-১০
অপার সংসার, নাহি পারাপার গান-১১
অভয় চরণ সব লুটালে। গান-১৯
অভয় পদে প্রাণ সঁপেছি। গান-২১
অসকালে যাব কোথা। গান-২২
আছি তেঁই তরুতলে বসে। গান-২৩
আজ শুভনিশি পোহাইল তোমার। গান-২৫
আমায় কি ধন দিবি তোর কি ধন আছে। গান-২৬
আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে।  গান-২৮

আমায় দেও মা তবিলদারি।  গান-১৬১
আমার অন্তরে আনন্দময়ী। গান-৩১
আমার কপাল গো তারা।  গান-৩৩
আমার সনদ দেখে যারে।  গান-৩৪
আমি এত দোষী কিসে। গান-৩৭
আমি ওই খেদে খেদ করি।  গান-৩৮
আমি কবে কাশীবাসী হব। গান-৪১
আর কাজ কি আমার কাশী? গান-২
আমি কি দুঃখেরে ডরাই। গান-৪২

আমি ক্ষেমার খাসতালুকের প্রজা। গান-৪৩
আমি তাই অভিমান করি। গান-৪৪
আমি নয় পলাতক আসামী। গান-৪৫
আর কাজ কি আমার কাশী? গান-৪৬
আর তোরে না ডাকব কালী। গান-৪৭
আর বাণিজ্যে কি বাসনা। গান-৪৮
আর ভুলালে ভুলবো না গো। গান-৩০
ইথে কি আর বিপদ আছে  গান-২৪

এ শরীরে কাজ কি রে ভাই । গান-৪৯
এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী। গান-৫০
একবার ডাকরে কালী তারা ব'লে, । গান-৫১
এবার আমি করব কৃষি। গান-৫২
এবার আমি বুঝব হরে।  গান-৫৩
এবার আমি সার ভেবেছি। গান-৫৪
এবার কালী কুলাইব। গান-৫৫
এবার বাজি ভোর হল। গান-৫৬

এবার ভাল ভাব পেয়েছি। গান-৫৭
এমন দিন কি হবে মা তারা। গান-৭
এলোকেশী দিগ্বসনা গান-২০
এলো চিকুরনিকর নরকর কটীতটে গান-১২
এস দেখি মন তুমি আমি বিরলেতে বসি রে। গান-৫৮
ও কার রমণী সমরে নাচিছে।  গান-৫৯
ও কে ইন্দীবর নিন্দি কান্তি বিগলিত কেশ। গান-৬০
ও গো রাণি, নগরে কোলাহল। গান-৬১
ওরে মন কি ব্যাপারে এলি।  গান-৬২
ওরে শমন কি ভয় দেখাও মিছে। গান-৬৩
করুণাময়ী! কে বলে তোরে দয়াময়ী।  গান-৬৪
কাজ কি আমার কাশী।  গান-৬৫
কাজ কি মা! সামান্য ধনে। গান-৬৬
কাজ কি রে মন যেয়ে কাশী।  গান-৬৭
কালী কালী বল রসনা।  গান-৬৮
কালীগুণ গেয়ে, বগল বাজায়ে। গান-৩৯
কালী গো কেন লেংটা ফের। গান-৬৯
কালী তারার নাম জপ মুখে রে। গান-৭০
কালীপদ মরকত আলানে গান-৪০
কালী বল রসনা রে। গান-৭১
কালী সব ঘুচালি ল্যাটা। গান-৭২
কালী হলি মা রাসবিহারী।  গান-৭৩
কালীগুণ গেয়ে, বগল বাজায়ে। গান-৭৪ 
কালীর নাম বড় মিঠা।  গান-৭৫
কালীর নামে গণ্ডী দিয়ে আছি দাঁড়াইয়ে। গান-৭৬
কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ গান-৭৭

কে জানে রে কালী কেমন। গান-৭৮
কে মোহিনী ভালে ভাল শশী গান-৭৮
কেন গঙ্গাবাসী হব। গান-৭৯
কেবল আসার আসা, ভবে আসা  গান-৮০
কেমন করে তাড়াবে তারা গান-৫
কেমন করে ছাড়ায়ে যাবা গান-১৩
কেরে বামা কার কামিনী। গান-১৪
গিরি, এবার আমার উমা এলে গান-৮১
গেল দিন মিছে রঙ্গরসে। গান-৮২
গেল না গেল না দুঃখের কপাল। গান-৮৩

চিকন-কালরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে  গান-২৭
ছি-ছি মনভ্রমরা দিলি বাজী। গান-৩২
ছি মন তুই বিষয়লোভা।  গান-২৯
জগত-জননী তরাও গো তারা। গান-৮৪
জয় কালী জয় কালী বল। গান-৮৫
জাল ফেলে জেলে রয়েছে বসে। গান-৮৬
ডাকরে মন কালী বলে। গান-৩৫
ডুব দে মন কালী বলে।  গান-১৬২
ঢল ঢল জলদবরণী এ কার রমণী রে। গান-৮৭
ঢলিয়ে ঢলিয়ে কে আসে  গান-৮৮
তাই কালো রূপ ভালবাসি। গান-৮৯
তারা আমি নই আটাশে ছেলে। গান-৯০  
তারা আর কি ক্ষতি হবে। গান-৯১  
তারা! তোমার আর কি মনে আছে। গান-৯২
তারা-নামে সকলি ঘুচায়। গান-৯৩
তিলেক দাঁড়া ওরে শমন গান-৯৪
তুমি কার কথায় ভুলেছ রে মন গান-৯৫
তোমার কে মা বুঝবে লীলে। গান-৯৬
থাকি একখান ভাঙা ঘরে। গান-৯৭
দিবানিশি ভাবো রে মন অন্তরে করালবদনা  গান-৯৮
দুঃখের কথা শোন মা তারা। গান-৯৯
দূর হয়ে যা যমের ভটা।  গান-১০০
নব-নীল-নীরদ-তনুরুচি কে গান-১০১
নলিনী নবীনা মনোমোহিনী। গান-১০২
নাম ব্রহ্ম বটেশ্বর। গান-৬
নিতান্ত যাবে দিন, এ দিন যাব  গান-১০৩
নিত্যই তোয় বুঝবে কেটা। গান-১৫
পতিতপাবনী তারা। গান-১৬
পতিতপাবনী পরা গান-১০৪
পুরলো নাকো মনের আশা। গান-১০৫
বড়াই কর কিসে গো মা।  গান-১০৬
বল দেখি ভাই কি হয় ম'লে।  গান-১০৭
বল মা তারা দাঁড়াই কোথা। গান-১০৮
বসন পর, বসন পর, মাগো! গান-১০৯
বামা ও কে এলোকেশে। গান-১১০
ভবে আসা, খেলব পাশা  গান-১১১
ভাব কি ভেবে পরাণ গেল।  গান-১১২
ভাব না কালী ভাবনা কিবা।  গান-১১৩
ভাল নাই মোর কোন কালে।  গান-১১৪
ভাল ব্যাপার মন কর্তে এলে। গান-১১৫
ভূতের বেগার খাটবো কত। গান-১১৬
ভেবে দেখ মন কেউ কারো নয় গান-১১৭ 
মন কর কি তত্ত্ব তাঁরে। গান-১১৮ 
মন করো না সুখের আশা। গান-১১৯ 
মন কেন তোর ভ্রম গেল না।  গান-১২০
মন কেন মায়ের চরণছাড়া। গান-৮
মন কেনরে ভাবিস এত। গান-১২১
মন খেলাও রে ডাণ্ডাগুলি। গান-১২২
মন জান নাকি ঘটবে কি লেঠা। গান-১২৩
মন তুমি কি রঙ্গে আছ। গান-১২৪
মন তোরে তাই বলি বলি। গান-১২৫
মন ভেবেছ তীর্থে যাবে। গান-১২৬
মন রে আমার ভোলা মামা।  গান-১২৭
মন রে কৃষি কাজ জান না। গান-১
মন রে, তোর চরণ ধরি।  গান-১৩০
মন রে ভালবাস তাঁরে। গান-১২৮
মন রে শ্যামা মাকে ডাক। গান-১২৯
মন হারালে কাজের গোড়া। গান-১৩১
মরি ও রমণী কি রণ করে।  গান-১৩২
মা আমায় ঘুরাবি কত?  গান-১৩৩
মা আমার অন্তরে আছে।  গান-১৩৪
মা আমার খেলান হলো। গান-১৭
মা আমার বড় ভয় হয়েছে। গান-১৮ 
মা কত নাচ গো রণে। গান-১৩৫
মা তোমারে বারে বারে জানাব  গান-১৩৬
মা বিরাজে ঘরে ঘরে। গান-১৩৭
মা হওয়া কি মুখের কথা। গান-১৩৮
মাগো আমার দোষী কপাল। গান-১৩৯
মাগো তারা ও শঙ্করি। গান-১৪০
মায়ার এ পরম কৌতুক। গান-১৪১
মায়ের এম্নি বিচার বটে গান-৪
মায়ের চরণতলে স্থান লব।  গান-১৪২
মায়ের মূর্তি গড়াতে চাই গান-১৪৩
মুক্ত কর মা মুক্তকেশী। গান-১৪৪
মোহিনী আশা বাসা ঘোর  গান-১৪৫
যদি ডুবলো না ডুবায়ে  গান-১৪৬
যারে শমন যারে ফিরি।  গান-১৪৭
রসনে, কালী নাম রটরে। গান-৩৬ 
শঙ্কর পদতলে, মগনা রিপুদলে  গান-১৪৮
শ্যামা বামা কে বিরাজে ভবে।  গান-১৪৯ 
শ্যামা বামা গুণধামা কামান্তক উরসি। গান-১৫০ 
শ্যামা বামে কে?  গান-১৫১ 
শ্যামা মা উড়াচ্ছো ঘুড়ি। গান-১৫২ 
সদাশিব শবে আরোহিণী কামিনী।  গান-১৫৩ 
সমর করে ও কে রমণী। গান-১৫৪ 
সামাল সামাল ডুবলো তরী। গান-১৫৫ 
সে কি এম্নি মেয়ের মেয়ে।  গান-১৫৬ 
সে কি শুধু শিবের সতী। গান-১৫৭ 
হয়েছি জোর ফরিয়াদী। গান-১৫৮
হুহুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বামা। গান-১৫৯
হৃৎকমলমঞ্চে দোলে করালবদনী শ্যামা
গান-৩
হের কার রমণি নাচে ভয়ঙ্করা বেশে।  গান-১৬০