রজ্জবের গান


                            ১

                   মিশ্র ইমনকল্যাণ। কাহারবা                  

অঘ মিটৌ অঘ-মোচন স্বামী, অন্তর ভেটৌ অন্তরযামী

গত-লোচন অন্ধ অচল অনাথা, গতি দে স্বামী, পকড়ো হাথা।

শরণ তুম্‌হারা, তুম-সির ভারা, জন রজ্জবকী সুনই পুকারা

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ২৫তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ, ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: রজ্জব
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: মিশ্র ইমনকল্যাণ

তাল:  কাহারবা
অঙ্গ:
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়:

গ্রহস্বর: গা