শিবনাথ শাস্ত্রীর রচিত গান
১
খাম্বাজা। কাওয়ালি
প্রভু,
মঙ্গল-শান্তি-সুধাময় হে, ভব-সেতু মহামহিমালয় হে!!
জয় বিঘ্নবিনাশন পাবন হে, জয় পূর্ণ পবিত্র কৃপাঘন হে!
জন পুণ্যনিধে গুসাগর হে, আজি এ দুজনে করুণা কর হে!!
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, দ্বাদশ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: শিবনাথ শাস্ত্রী
সুরকার:
স্বরলিপিকার: অজ্ঞাত
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: খাম্বাজ
তাল:
কাওয়ালি
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: রা