শিবনাথ শাস্ত্রীর গান
২
খাম্বাজ। কাওয়ালি
তুমি ব্রহ্ম সনাতন বিশ্বপতি,
তুমি আদি অনাদি অশেষ গতি॥
তুমি সত্য সদাত্মক চিন্ময় হে, তুমি বিশ্বচরাচর আশ্রয় হে।
তুমি পূর্ণ পরাৎপর কারণ হে, তুমি দীনজনাশ্রয় তারণ হে।
তুমি মঙ্গল চিত্তবিনোদন হে, মনোমোহন শোভন লোভন হে।
তুমি পাবন বিঘ্নবিনাশন হে, তুমি পাতকরাশি হুতাশন হে॥
করুণাকর হে, গুণসাগর হে, কত যে করুণা অধমে কর হে।
প্রভু, পাপ শতে মৃত যে জন হে, পরশে লভয়ে নব জীবন হে।
ভব-সিন্ধু-জলে অকূলে ডরি হে, প্রভু, দেহ সবে করুণা-তরী হে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ৮ম গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়: গানটির
সুর পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস ।
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ
তাল: কাওয়ালি
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: রা