সীতানাথ তত্ত্বভূষণের গান
১
ভাটিয়াল মিশ্র। কাহারবা
হৃদয়-দুয়ারে আজি কে আইল ও
কাহার মধুর বাণী শুনিলাম ও।
ও কি শুনিলাম, শুনিলাম, শুনিলাম! ও কি শুনিলাম ও॥
মোহ-মদিরা পিয়ে আমি অচেতন ছিনু শুয়ে;
কে মোরে ডাকিয়ে আজি জাগালো, জাগালো আজি জাগালো ও॥
শুনেছি যা সুখদিনে, কে আজি পশিয়ে প্রাণে,
সেই পুরানো মধুর বাণী শুনালো, শুনালো, আজ শুনালো ও॥
শুনিয়ে এ বাণী তাঁর আমি রহিতে পারি না আর,
প্রাণ আকুল আজি হইল, হইল আজি হইল ও॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৩তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) ] ।
প্রাসঙ্গিক বিষয়:
সুখলতা রায়ের সৌজন্যে গানটির পাওয়া গেছে।
সুরকার :
সুরমা সেন
স্বরলিপিকার :
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ভাটিয়ালি মিশ্র
তাল: কাহারবা
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
দ্রুত
গ্রহস্বর: সা