সতিনাথ তত্ত্বভূষণের গান

                         ২

             কীর্তন-ভাঙা সুর । দাদ্‌রা

 

হরি হে, এই কি তুমি সেই আমার হৃদয়-বিহারী।

যারে পাবার তরে, ঘুরে ঘুরে, ধরি ধরি আর ধরতে নারি॥

কে জানে এই আকুল প্রাণে, কে জানে এই দু নয়ানে,

কে জানে এই আঁখি-নীরে আছ, হে হরি।

তোমায় হৃদে ধ'রে, পরশ ক'রে, কই কই ব'লে কেঁদে মরি

জানি কি এই মিলন পথে, জানি কি মোর সাথে সাথে,

জানি কি এই আটে মাঠে আছ, হে হরি।

জানি কি রূপ-সাগরে অরূপতন আছে নানা রূপ ধরি॥

'আমি' 'আমি' ক'রে বেড়াই, তাই তোমারে দেখতে না পাই,

দিলে আমায় 'আমি'র মোহ আজ সাঙ্গ করি।

আজ আমি তোমায় হলেম সারা, আর কি তোমায় হারাতে পারি॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ৮নং গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
এই গানের সুর
ননীভূষণ দাসগুপ্ত সৌজন্যে প্রাপ্ত
 

স্বরলিপিকার : প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 কীর্তন-ভাঙা সুর

তাল: দাদ্‌রা

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত

গ্রহস্বর: পা