সলিল চৌধুরীর গান

            সলীল চৌধুরীর গান             

              ৪

হেই সামালো হেই সামালো
হেই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো
জান কবুল আর মান কবুল
আর দেব না আর দেব না
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো।

চিনি তোমায় চিনি গো জানি তোমায় জানি গো
সাদা হাতির কালা মাহুত তুমিই না
পঞ্চাশে লাখ প্রাণ দিছি, মা বোনেদের মান দিছি
কালো বাজার আলো কর তুমি না।

মোরা তুলব না ধান পরের গোলায়
মরব না আর ক্ষুধার জ্বালায় মরব না
তার জমি যে লাঙল চালায়
ঢের সয়েছি আর তো মোরা সইব না
এই লাঙল ধরা কড়া হাতের শপথ ভুলো না।’

প্রাসঙ্গিক তথ্য:

প্রেক্ষাপট: তেভাগা আন্দোলন উপলক্ষে গানটি রচিত

সুরকার: সলীল চৌধুরী
শ্রবণ নমুনা: মান্নাদে ও অন্যান্য