শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গান

                      

               ঝিঁঝিট-খাম্বাজ । মধ্যমান          

                

হরি তোমায় ভালোবাসি কই? কই আমার সে প্রেম কই?

যে যাহারে ভালোবাসে, সে বাধা তার প্রেম-পাশে,

আমি যদি বাসতাম ভালো, জানতাম না আর তোমা বই॥

আমার যে অশ্রুবিন্দু, ও তায় প্রেম নাই এক বিন্দু,

আমি সংসার-পীড়নে কাঁদি, লোকের কাছে প্রেমিক হই॥
 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ২০ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

 

প্রাসঙ্গিক বিষয়: গোপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কৃত স্বরলিপি  'গীত-মালা' গ্রন্থ হইতে গৃহীত।
 

স্বরলিপিকার: গোপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 ঝিঁঝিট-খাম্বাজ

তাল: মধ্যমান

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎদ্রুত

গ্রহস্বর: সা