স্বর্ণকুমারী দেবীর গান


                         ১

                  কীর্তন। কাওয়ালী

 

                এমনি করে

        তারো কি কাঁদে প্রাণ আমারো তরে? [সখী]

সেথাজোছনা রজনী,        ম্লান কি সজনি

        এমনি তাহারো নয়নলোরে?

ঐ দুটি তারা,            আপনাতে হারা
        শুনেছি কি তারো বিরহগান?
মালাগাছি গলে,        তেমনি কি দোলে,

        শুকনো তবু কি তেমনি মান?

বুকে ধরে চেপে,        উঠে কেঁপে কেঁপে,

        শিহরে বা কভু অধরে রাখি।

স্মৃতির মিলনে,        বিরহ বেদনে

        এমনি সজনি, আকুল সেকি!

প্রাণ কেঁদে কয়,        নয় তা তো নয়,

        সবি বিসরণ সে মায়াপুরে।

সেথা—পুরাতন বলে,        কিছু নাহি ছলে—

        শুধু—বাজে বাঁশি নিতি নূতন সুরে॥

 

গ্রন্থভুক্তি

. শতগান, ৩৩ সংখ্যক গান, মিশ্র ঝিঁঝিট-একতাল। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: সরলা দেবী

স্বরলিপিকার: সরলা দেবী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:

তাল:  কাওয়ালি (৮ মাত্রা)
অঙ্গ: কীর্তন

পর্যায়
লয়:

গ্রহস্বর: রা