স্বর্ণকুমারী দেবীর গান

            গান-১০      
          ইমনকল্যাণআড়াঠেকা।

বহুক ঝটিকা ঝড় কাঁপায়ে চেতন জড়,
ভবের তরঙ্গ ভঙ্গে বিচলে কি এ হৃদয়।
ধরিয়ে চরণ যাঁর বিচারি এ পারাবার
সর্ব্বশক্তিমান তিনি তাহাতে মঙ্গলময়।
ঘিরুক না ঘোর ঘন দিগন্ত ব্যাপিয়ে
নিরখিব ধ্রুবতারা সে মুখ চাহিয়ে।
আশ্রয় অভয় দাতা ভ্রূক্ষেপি সহস্র বাধা
লুকাব অমৃত ক্রোড়ে কিসে আর করি ভয়।

প্রকাশ ও গ্রন্থভুক্তি :
১. শতগান, ৯৩ সংখ্যক গান, সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ]। পৃষ্ঠা: ৩০৫-৩০৭।

প্রাসঙ্গিক পাঠ: রচয়িতা অজ্ঞাত

. স্বরলিপিকার: সরলাদেবী

 
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

রাগ: ইমনকল্যাণ। তাল: আড়াঠেকা
গ্রহস্বর: না।