স্বর্ণকুমারী দেবীর গান


                    ২

           মল্লার। কাওয়ালী

 

        সখি, নব শ্রাবণ মাস!

জলদ ঘনঘটা        দিবসে সাঁঝ ছটা

    ঝুপ ঝুপ ঝরিছে আকাশ

ঝিমিকি ঝমঝম        নিনাদ মনোরম

    মুহুর্মুহু দামিনী আভাস!

পবন বহে মাতি        তুহিনকণা ভাতি

    দিকে দিকে রজত উচ্ছাস।

উছলে সরোবর        পত্র মরমর

    কম্পে থর থর পান্থ নিরাশ!

যুবতী যুবজনা        পরম প্রীতমনা

    দুঁহু দোঁহে বাঁধা ভুজ পাশ।

বিরহে যাপি যামি        ঘুমায়ে ছিনু আমি

    স্বপনেতে মিলল উল্লাস!

 

 

গ্রন্থভুক্তি

. শতগান চতুর্থ গান। [সুবর্ণরেখা, ১৪১৮ বঙ্গাব্দ]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: সরলা দেবী

স্বরলিপিকার: সরলা দেবী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
মল্লার

তাল:  কাওয়ালি (৮ মাত্রা)
অঙ্গ:

পর্যায়
লয়:

গ্রহস্বর: ন্