স্বর্ণকুমারী দেবীর গান
৪
বেহাগড়া। ঝাঁপতাল
এ হৃদি নিভাতে চাহে ও মরম ব্যথা।
এ প্রীতি মুছাতে চাহে ও নয়ন পাতা।
প্রাণ চায় প্রাণ দিতে ও আননে ফুটাইতে
সরল হরস হাসি নব প্রফুল্লতা।
জ্বলন্ত ও অশ্রুধার, কিছুই নহে গো আর
বাহিরে প্রকাশ শুধু সেই আকুলতা।
গ্রন্থভুক্তি
১.
শতগান,
৭ সংখ্যক গান, মিশ্র ঝিঁঝিট-একতাল। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ]
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
স্বর্ণকুমারী দেবী
স্বরলিপিকার: সরলা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
বেহাগড়া
তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়:
লয়:
গ্রহস্বর: পা