স্বর্ণকুমারী দেবীর গান


                   

          রাগ ও তাল উল্লেখ নাই

 

  

            সে কেমনে চলে যায়।

আমার তো দেখিলে তাহায়, শুধু দেখিলে তাহায়,

শুধু মুখপানে চেয়ে প্রাণ উঠে উথলিয়া

শতবার হৃদিমাঝে বিদ্যুতের লহরী খেলায়।

সদা ভয়ে ভয়ে সারা, বুঝি পড়িলাম ধরা,

হৃদয়ের ভাব বুঝি নয়নে প্রকাশ পায়!

সে তো বুঝিতে না পারে, শুধু যাই যাই করে,

মনে মন না বুঝিলে, কে বুঝাবে কায়!

আমি বড় ভালবাসি সে মুখের হাসি,

মলিন দেখিলে মুখ বুক ফেটে যায়

তবু সাধ যায়, সখি, একবার দেখি,

সে প্রাণে বেজেছে ব্যথা না দেখে আমায়!

দেখিতে পাইনে বলে হৃদয়ে বেদনা জ্বলে,

সখি এ হেঁয়ালি বলো কে বোঝায়!

 

গ্রন্থভুক্তি

. শতগান ১৪ সংখ্যক গান। [সুবর্ণরেখা, ১৪১৮ বঙ্গাব্দ]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: রসিকলাল ঘোস

স্বরলিপিকার: সরলা দেবী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:

তাল:  
অঙ্গ:

পর্যায়
লয়:

গ্রহস্বর: সা