স্বর্ণকুমারী দেবীর গান


                    ৬

         মিশ্র কানাড়া । এলতাল

 

ওহে পরাণপ্রিয়, তারে দিও গো দিও

তব মধুর দৃষ্টি, মোহন হাসি, বচন অমিয়।

            তব সোহাগ যতনরাশ

তব প্রণয়-পরশ মদির সরস পুলক-পাশ

        যাহা কিছু আছে ভালো তব

পুরাতন যাহা নহে পুরাতন, চির-নব

দিয়াছ যা মোরে, নাই বা দিয়াছ, সঁপিও সব।

            শুধু দিও না সখা

কঠোর বচন, ব্যথা অযতন গরল-মাখা

তাহা আমারি বলে শুধু মনে রাখিও।

 

গ্রন্থভুক্তি

. শতগান ৩২ সংখ্যক গান। [সুবর্ণরেখা, ১৪১৮ বঙ্গাব্দ]


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: স্বর্ণকুমারী দেবী

স্বরলিপিকার: সরলা দেবী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
মিশ্র কানাড়া

তাল: এলতালা 
অঙ্গ:

পর্যায়
লয়:

গ্রহস্বর: মা