স্বর্ণকুমারী দেবীর গান
৭
ভৈরবী । মধ্যমান
এখনো এখনো প্রাণ সে নমে শিহরে কেন!
এখনো হেরিলে তারে কেন রে উথলে মন!
বিরক্তি ভ্রূকুটি রাশি হেরি সে ঘৃণার হাসি,
তবুও ভুলিতে তারে নারিনু কেন এখন!
চোখের দেখা দেখ্তে এলে, তাও দেখা নাহি মেলে,
দারুণ তাচ্ছিল্য ভাবে সে করে যে পলায়ন।
তাই থাকি দূরে দূরে ভাসি মর্মভেদী নীরে,
মুহুর্তেও দেখা পেলে স্বর্গ হতে পাই যেন!
জ্বলে প্রাণ যাতনায়, জ্বলুক তাহে ক্ষতি নাই,
সে আমার সুখে থাক্, নাহি সাধ অন্য
কোন!
গ্রন্থভুক্তি
১. শতগান, ৩৩ সংখ্যক গান, মিশ্র ঝিঁঝিট-একতাল। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার:
প্রচলিত
স্বরলিপিকার: সরলা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরবী
তাল:
মধ্যমান
অঙ্গ:
পর্যায়:
লয়:
গ্রহস্বর: সঋ