স্বর্ণকুমারী দেবীর গান
৮
গুজরাটী ভজন । একতাল
কি আলোক জ্যোতি আঁধার মাঝারে, কি পুলকে প্রাণ ছায়!
ফুটিল এ নাকি অন্ধ নয়ন—সমুখে নেহারি কায়।(১)
আপনার মায়ে পেয়েছি দেখিতে, চিনিয়াছি ভাই বোন,
কেন তবে দূরে দাঁড়াবে—আজি মহোৎসব-সম্মিলন! (২)
আজিকার দিনে ভালো আত্মপর, থেকো না আপন লয়ে,
অনাথ জনের জুড়াও যাতনা প্রেমের অমৃত দিয়ে! (৩)
শত হৃদয়ের দলরাশি মিলে একটি পরাণ হোক,
এক হয়ে যাক্ শত হৃদয়ের হরষ বিষাদ শোক। (৪)
শত কণ্ঠ তুলে অন্তরের সুরে গাহ রে মিলন গান,
অসীম আকাশে উথলি উঠুক বিমল মধুর তান। (৫)
স্বর্গের শান্তি আনিবে বহিয়ে আকুল সে প্রেম গান,
পবিত্র হইবে মলিন পৃথিবী তৃষিত পাইবে প্রাণ। (৬)
গ্রন্থভুক্তি
১. শতগান ৫০ সংখ্যক গান। [সুবর্ণরেখা, ১৪১৮ বঙ্গাব্দ]।
প্রাসঙ্গিক বিষয়:
গুজরাটী ভজনের সুরে গানটি
নিবদ্ধ।
সুরকার:
স্বরলিপিকার: সরলা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
তাল:
একতাল
অঙ্গ:
গুজরাটী ভজনাঙ্গ
পর্যায়:
লয়:
গ্রহস্বর: গা