সরলা দেবীর গান


                         ২

                 খাম্বাজ। কাওয়ালী

 

হে সুন্দর বসন্ত বারেক ফিরাও

            আজি মধুর অতীতকাল।

অতীত-উৎসব আনো এ ভারতে,

                আনো হে, আনো হে

মধুমাসে আজি মধুর ইন্দ্রজাল!

 

কোকিলকুজন-মুখরিতউপবন

                মাঝে, আনো হে,

মঞ্জুলচরণবিতাড়ন, মঞ্জ অশোকলাল!

            চম্পক পেলব, চুতমুকুলে নব,

                আনো হে, আনো হে

পূর্ণদোহদ-বকুল পুষ্পজাল!

 

রুণুরুণু ঝনঝন বলয়শিঞ্জন

            সাথে, আনো হে

চকিত লোচন, মোহন বাহুমৃণাল!

          দোলারোহণ, কলভাষণসহ,

            আনো হে, আনো হে

বারিসিঞ্চন-লোল আলোবাল!

 

যুথিসুরবাসিত উত্তরী পীত

            সাথে আনো হে,

বীণাবাদিত ললিত গীততাল!

প্রিয় আলেখন, পুষ্পবিরচন

        আনো হে, আনো হে

কাল-পুরাতন নিখিল মোহজাল॥

 

গ্রন্থভুক্তি

. শতগান, ৭১ সংখ্যক গান, মিশ্র ঝিঁঝিট-একতাল। সরলাদেবী [সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১ খ্রিষ্টাব্দ] সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।

 

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার: সরলা দেবী

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
   খাম্বাজ

তাল:  কাওয়ালী

লয় : গ্রহস্বর :র্সা